স্মৃতির চৌকাঠে দাঁড়িয়ে !

আমার কাছে ভালবাসার অর্থ শুধু ভালবেসে যাওয়া। ভালবাসার মাঝে উজাড় করে দিতে জানতে হয়। একজনকে ঘীরে ভালবাসার একটা জগত গড়ে উঠে। তারপর সেই জগতকে ঘীরেই চলতে থাকে বাকি জীবনের সকল রুটিনবহির্ভূত কর্মকাণ্ড। পাশে থাকা মানুষটা হয়তো সেই ভালবাসা বুঝতেই পারে না, কিন্তু তাকে জীবনের শেষ অবধি ভালোবেসে যেতে পারাটার মাঝেও কেমন যেন একটা পরিতৃপ্তি কাজ করে।


আত্মীক ভালবাসার মাঝে সকল কিছুর উর্দ্ধে মনে হয় যেন, তাকে দূর থেকেই পূজা করে যাই। তাকে ভাল থাকতে দেখার মাঝেই সকল ভাল লাগা কাজ করতে থাকে।  এত ভাল লাগা এর আগে কখনই অনুভব হয় না। কেন, সেটাও জানা থাকে না। ভালবাসলে আর নিজের মাঝে ঘৃণাবোধের জায়গা থাকে না। মরিয়া হয়ে তাকে খুঁজতে থাকে এই দুচোখ! শহরের অলিগলির মাঝে তাকে একবার দেখতে পাওয়ার মাঝেও যেন পরিতৃপ্তি কাজ করতে থাকে। তার কাছাকাছি থাকলে একটা অজানা ভাল লাগার কারণে মুখের মাঝে হাসির প্রলেপ লেগেই থাকে। খুব হালকা ছুঁয়ার মাঝেও শরীরের প্রতিটি কোষে চলে অনুরণন! মনে হয়, কাঁপতে থাকা বুকের শব্দটাও যদি সে শুনে ফেলে! কি ভয়ঙ্কর ব্যাপার! হাহা .........

নিশব্দে তার পাশাপাশি চলার মাঝেও এক স্বর্গীয় আনন্দ অনুভব হয়। চোখে চোখ রেখে কথা বলার সাহস যার নেই, সেও লুকিয়ে ভালবাসার মানুষটাকে দেখতে থাকে। এভাবে লুকিয়ে দেখতে থাকার মাঝে যদি কখনো ধরা পড়ে যায়, সেই ভয়ে ভেতরে আবারো দ্রুত রক্তের ধারা বইতে থাকে। এতদিন শুনা গানগুলার কথাগুলো যেন এখন মানে খুঁজে পায়! সারাবেলা তার কাছেই থাকতে মন চায়। দূর হলেই মনের মাঝে এক অচেনা ভয়ে বুক কেঁপে উঠে।

সমাজের সব নিয়মকে ভেঙ্গেচুরে তাকে নিয়ে পাড়ি দিতে ইচ্ছে করে, দূরে বহু দূরে। কিচ্ছু নয়, কেবল পাশাপাশি থাকতে পারলেই হল কিংবা তা নাহলেও যেন সে মানুষটা ভাল থাকুক। তার জীবনে। পাওয়া না পাওয়ার চেয়ে তাকে ভাল একটা জায়গায় দেখতে পারলেই হল। কিন্তু পেয়ে গেলে আরো ভালো। আসলে, আমি কিছুটা স্বার্থপরও বটে। তাকে চাওয়ার প্রার্থনা কখনই ছাড়তে রাজী নই।

বছরের পর বছর চলে যাবে, আমার ভেতরে থাকা ভালবাসা তার প্রতি বাড়তেই থাকবে। ভালবাসা নিঃশেষের দিন তখনই আসবে যখন আমার মৃত্যু আসবে। মনের ঘরে আর কেউ নয়, কেবল সেই একজনই থেকে যাবে। সারা জীবনভর......।

এসব কথা থাক, চলুন গান শুনে নেয়া যাক।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post