ভালবাসার জাল বুনছে কেউ, কেউবা ক্ষতের দাগ বয়ে বেড়াচ্ছে। আক্ষরিক অর্থে, ভালবাসা আসলে কি?
যুগের সাথে পাল্লা দিয়ে হয়তো ভালবাসারও নাম বদলাচ্ছে, কিংবা ভালবাসার প্রক্রিয়ায় রদবদল হচ্ছে!
আকাশের দিকে তাকিয়ে কয়েকবার যখন নিজের মনেই বলে ফেলি, "ভালবাসি ভালবাসি, আজো তোকে ভালবাসি।
জানি না কেন, তবুও ভালবাসি।" তখন চোখের কোণে অল্প একটু নোনা জলের আনাগোনা হয়।
তারপর ব্যস্ত জীবনে সবকিছু মিলিয়ে যায়। আমি তারপরও শ্যাওলা ধরা এই শহরের বুকে ভালবাসা খুঁজি।
আমি আজো তোকে ভালবেসে চলি। কারণ, আমি ভাল না বেসে থাকতে পারি না।
আমার রক্তের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিস, "তুই।"
Post a Comment