একাকীত্ব এবং কিছু এলোমেলো কথামালা!

আমরা খুব একাকীত্ব অনুভব করি।  তার কারণ, আমরা আমাদের মনের মাঝে কারুর জন্য সেতু তৈরি করতে পারি না। তার বদলে তৈরি করে ফেলি একটা বড় রকমের দেয়াল!!
সেই দেয়াল পার করে কেউ মনের গহীনে আসতে পারে না । দেয়ালের ঐ পারে রয়ে যায় মানুষগুলো। মাঝে মাঝে আপনজনদের কাছ থেকে কোনো আঘাত পেলেও সেই আঘাতের রেষ রয়ে যায় মনের মাঝে। ঠিক আগের মত করে তাই আর সেই আপন মানুষটাকে আপন করে নেয়া হয়ে উঠে না।
এক সময় এমন হয় যে, কারুর সাথে মনের কথা ঠিকভাবে বলতে দ্বিধা লাগে! আর আস্তে আস্তে সঙ্গীহীন হয়ে পড়ি আমরা।
এমন করে একা, বড় একা হয়ে যায় আমরা। দেয়ালটাকে যদি নিঃশেষ করা যেত! যদি সেতু কেবল রয়ে যেত, সেই সেতু পার করে মনের কাছাকাছি চলে আসবে বন্ধুটি.....................
একাকীত্বের মত যন্ত্রণা যেন কাউকে অনুভব করতে না হয়। সবার মনের মাঝে গড়ে উঠুক এক একটা সেতু আর সেই সতু পার করে মনে স্থান করে নেক মনের মানুষেরা, আপনজনেরা ........



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم