সময়ের প্রয়োজনে নিজেকে পাল্টে নিতে শিখতে হয়। তোমার আশেপাশের সবকিছু যেমন বদলাতে থাকে, তেমনি করে তোমার মাঝেও চলতে থাকে পরিবর্তনের রূপরেখা। পরিবর্তন হতে থাকে মনের, শরীরের, চাহিদার, লক্ষ্যের, পথের!
চাহিদার রূপরেখার মাঝে নিজেকে তুমি সরলতম পথে রাখতে পারো কিংবা বক্ররেখা ধরেও চলতে পারো। সবটুকু তোমার পরিবেশের উপর প্রভাব ফেলবে, যেমন করে পরিবেশের প্রভাবে তোমার মাঝে পরিবর্তন হতে থাকে।
নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে দেখো। পৃথিবীটা তোমার এখনো কিন্তু দেখা হয়নি। তুমি একটা আরামদায়ক বৃত্তেই রয়ে গেছো। সেই বৃত্তকে ছেদ করেই দেখো না একটিবার।
নিজের গল্পের পরিধিকে বৃদ্ধি করতে বেরিয়ে পড়। দেখো দুচোখ মেলে। ভাল লাগাকে ভালবাসতে শিখে যাবে। আড়ালে লুকিয়ে থাকা মায়াকাড়া ভালবাসার সন্ধান পেলেও পেয়ে যেতে পার।
আর একটিবার নিজেকে বদলানোর চেষ্টা করে দেখো। পৃথিবীজুড়ে রয়েছে সেরা সেরা ফুলের বাগান। তার কতটুকু ঘ্রাণ তোমার কাছে চেনার বাকি? কতটুকুই বা চিনলে?
হাত ধরে হাঁটতে শিখে নাও। একা হওয়ার ভয়ঙ্কর পরিস্থিতিকে কাবু করতে পারবে। চোখের দিকে তাকিয়ে গল্প করতে শিখো। আর একটিবারের জন্য হলেও আবার ভালবাসায় নিজেকে নিমগ্ন কর। নিজের জন্য না হলেও, যে তোমাকে ভালবাসে, তার জন্য তাকে ভালবাসো। অল্প করে হলেও, শুরু কর। একদিন অল্প থেকেই অনেকখানি জায়গা করে নিবে সেই ভালবাসা। তুমি তো জানোই, ভালবাসা উপলব্ধি করার ক্ষমতা সবার মাঝেই থাকে। একমাত্র বোকারাই অবুঝের নাম করে সেই ভাল লাগা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার একটা পথ খুঁজে। আধৌ কি সেই পথে তারা সুখ পেয়ে থাকে? কি জানি!
মুহুর্তকে উপভোগ করতে করতেই একসময় মুহুর্তের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকবে। নিজেকে আর একটিবার সুযোগের আওতাভুক্ত করেই দেখো না। সরলতম পথের শেষ প্রান্তে সে দাঁড়িয়ে আছে, একগুচ্ছ নীলপদ্ম না হলেও অন্ততপক্ষে একটা লাল গোলাপ নিয়ে!
বৃত্তটাকে ছেদ করে বেরিয়ে পড়। একটা স্বপ্নীল জগতকে উপলব্ধি করতে। নিজের আশেপাশে চোখ বুলিয়ে দেখো, ভালবাসার হাওয়া বইলো বলে...
إرسال تعليق